এই রকম ছবিগুলি কিভাবে বানালেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে।
চলো দেখে নিই...
এই ধরনের ফটোগুলি বানানোর জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের। যেই অ্যাপসটির লিংক নিচে দেওয়ার রয়েছে। ⬇️
APP LINK - Click Here
লিংকে ক্লিক করার পর প্লে স্টোর থেকে সরাসরি আপনারা অ্যাপ্লিকেশন টি ইনস্টল করে নিতে পারবেন।
অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ওপেন করুন।
রেজিস্টার অপশনটিতে ক্লিক করুন। আপনি এখানে আপনার মোবাইল ফোন নম্বর অথবা gmail দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন।
আমার জিমেইল দিয়ে রেজিস্ট্রেশন করবো। জিমেইল অপশনটিতে আপনি আপনার জিমেইল এড্রেসটি লিখুন। এরপর নেক্সট অপশনটিতে ক্লিক করুন।
উপরের অপশনটিতে আপনি আপনার নামটি এন্টার করুন। নিচে একটি পাসওয়ার্ড প্রদান করুন। এরপর নেক্সট অপশনটি ক্লিক করুন।
এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করুন। এরপর ক্রিয়েটে একাউন্ট অপশনটিতে ক্লিক করুন।
আপনার সামনে ক্যাপচার চলে আসলে ক্যাপচারটি পূরণ করুন এবং ভেরিফাই অপশনটিতে ক্লিক করুন।
চুজ ইউর প্রোফাইল পিকচার যেকোনো একটি পিকচার সিলেক্ট করুন। এরপর নেক্সট বাটনটি ক্লিক করুন।
আবারো নেক্সট বাটনটি ক্লিক করুন। আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে।
gmail এ গিয়ে আপনি দেখবেন একটি ভেরিফাই জিমেইল এসেছে । ভেরিফাই gmail অপশনটিতে ক্লিক করে আপনার জিমেইল অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিন। আপনাকে রিলেটিক করবে অ্যাপ্লিকেশনটিতে।
এবার আমরা যাবো পরবর্তী স্টেপে।
কোনায় থাকা প্লাস আইকনটিতে ক্লিক করুন। ক্রিয়েট মাই ওনার অপশনটিতে ক্লিক করুন। স্কিপ দিস অপশনটিতে ক্লিক করুন। সার্ভার নাম অটোমেটিক্যালি নিয়ে নেবে। নেক্সট অপশনটিতে ক্লিক করুন। স্কিপ অপশনটিতে ক্লিক করুন। আপনার একটি সার্ভার তৈরি হয়ে গেছে।
LINK - Click Here
⬆️ উপরের এই লিংক অপশনটিতে ক্লিক করুন। আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। জয়েন দ্য বিঠা অপশনটিতে ক্লিক করুন। এপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে একসেপ্ট ইনভাইট অপশনটি ক্লিক করুন। কনফার্ম করুন।
ক্যাপচার আসলে ক্যাপচার গুলি সিলেক্ট করুন এবং ভেরিফাই অপশনটিতে ক্লিক করুন। সার্ভারটি অ্যাড হয়ে গেছে।
সাইটে থাকা তিনটি লাইনে ক্লিক করুন। নিচের দিকে গিয়ে যেকোনো একটি newbies সিলেক্ট করুন।
এরপর মানুষ আইকনটিতে ক্লিক করুন নিচের দিকে চলে আসুন।midjourney bot অপশনটিতে ক্লিক করুন। এড সার্ভার করুন।
সিলেট সার্ভার অপশনটিতে ক্লিক করুন আপনার তৈরি করার সার্ভারটি আপনি দেখতে পারবেন সিলেক্ট করুন। কনফার্মেশনটি ক্লিক করুন। ক্লিক করুন। ক্যাপচার আসলে ফিল করে দিন। আপনার সাইবার কি তৈরি হয়ে গেছে ।
মেসেজ অপশনটিতে ক্লিক করে লিখুন /imagine এরপর আপনি যেরকম চাইছেন সেরকম লিখে থাকুন। সেন্ড অপশনটিতে ক্লিক করুন। সর্বপ্রথম আপনাকে terms and condition একসেপ্ট করতে হবে। এক্সেল বাটনে ক্লিক করুন ।
এরপর আপনি যে ছবিটি অবতা তৈরি করতে চাইছেন সেই ছবিটি সিলেক্ট করুন। এবং সেন্ড করে দিন কিছু সময় ওয়েট নিয়ে ছবিটি আপলোড হয়ে যাবে।
ছবিটিতে ক্লিক করুন শেয়ার অপশনটি বেছে নিন এবং লিংকটি কপি করে নিন যদি আপনার এখানে ডাইরেক্ট কপি অপশন না আসে তাহলে আপনি হোয়াটসঅ্যাপে শেয়ারের মাধ্যমে লিংকটি কপি করে নিতে পারেন।
পুনরায় /imagine লিখুন এবং কপি করা ইমেজ অপশনটির লিংক এখানে পেস্ট করে দিন। এরপর , দিয়ে আপনি যেরকম ছবি চাইছেন সে বিষয়ে লিখে দিন । মনে রাখবেন প্রত্যেকটা লেখার শেষে ( , ) ইউজ করতে হবে। সমস্ত কিছু লেখা হয়ে গেলে --v 4 লিখে send করুন। আপনারা দেখতে পাবেন ছবি তৈরির কাজ শুরু হয়ে গেছে উপরে পার্সেন্টেজ দেখতে পারবেন।
কিছু সময় ওয়েট করুন এবং দেখুন ছবি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এই চারটি ছবির মধ্যে আপনার যে ছবিটি পছন্দ হবে সেই ছবিটি আপনি বড় মাপের করে নিতে পারেন। নিচে দেওয়া অপশনগুলি মাধ্যমে। u1 u2 u3 u4 যে ছবিটি পছন্দ হবে সেটি সিলেক্ট করুন । আপনার যদি কোন ছবি পছন্দ না হয় তাহলে আপনি এই অপশনটি ক্লিক করে পুনরায় ছবি তৈরির নির্দেশ দিতে পারেন।
আমি এখানে তিন নম্বর ছবিটি সিলেক্ট করে নিলাম u3 সিলেক্ট করলাম। কিছু সময় পর ছবিটি তৈরি হয়ে চলে আসবে।
এবারে দেখে নিয়ে যাক ছবিটি কিভাবে আপনার মোবাইলে ডাউনলোড করবেন। তার জন্য সর্বপ্রথম ছবিটিতে ক্লিক করতে হবে। কর্নারে থাকা থ্রি ডট অপশনটিতে ক্লিক করুন এবং সেভ অপশনটিতে ক্লিক করুন। আপনার ছবিটি আপনার মোবাইল ফোনে সেভ হয়ে গেছে।